রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

চিতলমারীতে চলমান লকডাউনে সেনা টহল জোরদার

একরামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট) :
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

কোভিট ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনা টহলও জোরদার করা হয়েছে। ৩১ জুলাই বাগেরহাটের চিতলমারীতে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার আব্দুস ছত্তারের নের্তৃত্বে একদল সেনাসদস্য চিতলমারী সদর বাজার টহল দেন, এসময় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কও বিভিন্ন এলাকার সাধারন মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সিমিত জনসমাগম, মাস্ক পরিধানসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পরামর্শ দেয়া হয়। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী জানান, চিতলমারীতে চলমান লকডাউন কঠোরভাবে পরিচালিত হচ্ছে। বিধি নিষেধ অমান্যকারীকে জেল জরিমানা করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সরকারী বিধিনিষেধ মেনে চলার পরামর্শদেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানুন হাসান জানান, গত ২৪ ঘন্টায় ১৩ জনকে করোনা টেস্টকরা হয়েছে। তারমধ্যে তিনজন পজেটিভ হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যুনেই। ৩১ জুলাই ৩০০জনকে করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com