যশোর পৌরসভার পক্ষ থেকে করোনায় কর্মহীন অসহায় দরিদ্র সাড়ে চার হাজার মানুষের মধ্যে মানবিক সহায়তার কার্ড প্রদান করার ঘোষণা দিয়েছেন মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। কয়েকদিন ধরে এই মানবিক সহায়তা কার্ড বিতরণ অব্যাহত রয়েছে। পৌরমেয়র হায়দার গণি খান পলাশ প্রতিদিন নিজ হাতে দরিদ্রদের মধ্যে মানবিক সহায়তার এ কার্ড বিতরণ করছেন। সর্বশেষ,তিনি পৌরসভার চাঁচড়া, বকচর হুঁশতলা, আরবপুর ও ধর্মতলা এলাকার চারশ’ মানুষের মধ্যে কার্ড বিতরণ করেছেন। বকচর হুঁশতলা মোড়ে রিকশাচালক, দিনমজুর, চা দোকানি, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে কার্ড বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, হাফিজুর রহমান বটু, পারভেজ শেখ, যুবলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ। কার্ড প্রতি ১০ কেজি চাল, এক কেজি আলু ও আধা কেজি ডাল দেওয়া হচ্ছে। মেয়রের এই কর্মকা- শ্রমজীবী মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। করোনায় অসহায় মানুষ এ ধরনের কর্মকা- আরও ব্যাপক আকারে করার দাবি জানিয়েছেন।