দিনাজপুরের বিরামপুর পৌর শহরে বিকলাঙ্গ শিশুকন্যার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে সন্তানের পিতা-মাতা প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের নিকট আকুতি জানিয়েছেন। সরজমিনে জানা গেছে, বিরামপুর পৌর শহরের বিহারীপাড়া মহল্লার এনজিও কর্মী আনোয়ার হোসেন শাহীনের ১০ বছরের শিশু কন্যা রাফানা শবনাম (সুচি) হুইল চেয়ারে বসে আছে। মাতা রুবিনা খাতুন জানান, তার শিশু কন্যা সুচি জন্মের পর সামান্য উঠাবসা করছিল। ২ বছর বয়স থেকে ঐ কন্যা আর হাঁটাচলা করতে পারে না। সেই থেকে দেশে বিদেশে চিকিৎসক দেখিয়েছেন কিন্তু কোন সুফল মেলেনি। ইতিমধ্যে চিকিৎসা করাতে পিতা-মাতা সর্বশান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন ঐ শিশুর চিকিৎসার জন্য কয়েক কোটি টাকার প্রয়োজন। শিশু কন্যা সুচির বাবা আনোয়ার হোসেন শাহীন বলেন, আমি দীর্ঘদিন উপজেলা সমাজসেবা অফিসে আমার মেয়ের জন্য একটি প্রতিবন্ধী কার্ড চেয়েছি, কিন্তু কোন ভাবেই তা সম্ভব হয়নি।তাই কোন উপায় না পেয়ে আমাদের শিশুকন্যার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছি। প্রয়োজনে সহায়তা পাঠানোর বিকাশ নং- ০১৭৩৭৫৯৬০২৬।