জামালপুরের জেলার ইসলামপুর উপজেলার ১০নং গাইবান্ধা ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গন পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে ১৫টি পরিবারের মাঝে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৩ হাজার টাকার চেক ও ১ বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল, সাংবাদিক কোরবান আলী প্রমুখপ্রধান অতিথি এডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল বলেন- বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। তাই প্রত্যেকের উচিত বাংলাদেশ সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলা। প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করা।করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এই মহামারী কালীন সময়ে সরকার সব সময় অসহায় ও দুস্থ্য মানুষদের পাশে রয়েছে। তাই কেউ যেন হতাশায় না ভোগে সে দিকে নজর রাখা ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন।