রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

মাহবুব রহমান সুমন ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করা, বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব বজায় রাখা, জনগনকে সচেতন, মাস্ক বিতরণসহ গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমও পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন মঙ্গলবার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে করোনার প্রভাবে কর্মহীন, গরীব, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী একশত পাঁচ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমানের উপস্থিতিতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোভিট প্রটোকল অনুসরণ করে ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন, ক্যাম্প জেসিও, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমান জানান, চলমান লকডাউন বাস্তবায়নে কুড়িগ্রাম জেলায় কঠোর ও দৃঢ় অবস্থানে সেনাবাহিনী। অন্যদিকে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে মাস্ক ও ত্রাণ সামগ্রী (চাল, আটা, ডাল, তেল, লবণ ও সাবান) বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনী তাদের এ ধরনের জনকল্যাণ ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com