চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় ওএমএস খোলা বাজারে বিক্রি কার্যক্রমের চাউল ও আটা ন্যায্য মূল্যে পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। গত ২৫ জুলাই থেকে চারটি ডিলারের মাধ্যমে এই খাদ্য বিক্রি শুরু করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য এই কার্যক্রম চালু করেছে সরকার। আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব আলী বলেন, ওএমএস কর্মসূচীর আওতায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। দুস্থ ও অসহায়ের চিন্তা করে সরকার খোলা বাজারে চাউল ও আটা বিক্রির উদ্যোগ নিয়েছেন। প্রতিজন ৫ কেজি করে চাউল ৩০ টাকা দরে ও ৫ কেজি করে আটা ১৮ টাকা দরে কিনতে পারবে। তিনি আরও বলেন, সরকারের এই মহৎ উদ্যোগে নিম্ন আয়ের মানুষ চাউল ও আটা পেয়ে খুবই খুশি। আমরা ডিলারদে সার্বক্ষণিক মনিটরিং করছি। সবাই সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিদিন চাউল ও আটা বিক্রি করছে।