কোভিড-১৯ ভাইরাস থেকে রক্ষা পেতে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার সরবরাহের পর এবার রাজশাহী-৬ আসনের (চারঘাট-বাঘা) সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রাজশাহীর পবা, মোহনপুর, চারঘাট, বাঘা উপজেলায় দলীয় নেতাকর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে চিকিৎসকদের কাছে তিনি এই ১০টি মেশিন হস্তান্তর করেন। এছাড়াও তিনি তার নির্বাচনী দুটি উপজেলা চারঘাট-বাঘা সহ রামেক হাসপাতালে ইতিমধ্যেই নিজস্ব অর্থায়নে একশতটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকায় ৪০টি কমিটিউনিটি ক্লিনিকের জন্য ৬০টি পালস অক্সিমিটার প্রদান করেন। মুলত পালস অক্সিমিটারের কাজ হলো রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা। এছাড়াও গত ৬ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি, বাঘায় ৪টি, চারঘাটে ৪টি, পুঠিয়ায় ৪টি, দূর্গাপুরে ৪টি, নাটোরের লালপুরে ৪টি, বাঘাতিপাড়ায় ৫টি এবং পাবনার ইশ^রদীতে ৫টি মোট ৪০টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেন। এই মেশিনের কাজ হলো বাতাশ থেকে অক্সিজেন তৈরী করা।