রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালন

বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

বাগেরহাটে নানা কর্মসূচির দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধমীনি বেগম ফজিলেতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার সকালে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে কালোব্যাজ ধারন, বিকে রেল রোড দলীয় আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাড: শাহ ই আলম বাচ্চু, সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, ড. একে আজাদ ফিরোজ টিপু, শেখ লিয়াতক হোসেন লিটন, দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়, জেলা আওয়ামীলীগনেতা শেখ ইলিয়াছ হোসেন, শেখ সেলিম রেজা, হাওলাদার অজিয়ার রহমান পিকলু, মো: ফরিদ উদ্দিন, শেখ আজমল হোসেন, অধ্যাপক মাহফিজুর রহমান, সরদার ওমর ফারুক, জোবেদা খাতুন, মিসেস ফরিদা আক্তার ভানু লুচী, সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সহ-সভাপিত হাওলাদার আব্দুস ছত্তার, জেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রব, মো: আলম শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন, সাধারন সম্পাদক সরদার লাহিয়ান ওশান প্রমুখ। দোয়া পরিচালনা করেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও রেল রোড মসজিদের পেশ ইমাম মওলানা আবুল কালাম আজাদ। দোয়া শেষে তবারক বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com