বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মো: শরীফ নামে এক যুবককে টঙ্গী থেকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শরীফ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে। সোমবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর চানকিরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর মহানগর ডিবি (দক্ষিণ) উপ-কমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর চানকিরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সময় টিভির ৪টি আইডি কার্ড, ২টি মোবাইল ফোন, ২টি হ্যান্ডকাফ, গাড়ীতে ব্যবহারের জন্য ৩টি লেমনেটিং করা স্টিকার (প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগোসহ, বেঙ্গল গ্রুফ ও সময়টিভির) ও প্রধানমন্ত্রীর নামসহ একটি সিল এবং বিভিন্ন সময়ে প্রতারণার কাজে ব্যবহার করা একটি প্রাইভেটকার (এলিয়ন এ ১৫, (ঢাকা মেট্রো ট-২৭-৮৬৮২) গাড়ী উদ্ধার করা হয়। এছাড়াও শরীফ বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (পরিচালক প্রশাসন), ঋইঈঈও এর পরিচালক হিসেবে সিআইপি, ৩৬ তম বিসিএস ক্যাডার (অফসরহ) ও রাজনৈতিক পরিচয়সহ ইত্যাদি ভুয়া পরিচয় ব্যবহার করে সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিল । তার কাছে প্রাপ্ত মোবাইল ও ফেসবুক আইডিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে তার এডিট করা ছবি পাওয়া যায়। শরীফের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৪টি মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।