রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের তাহিরপুরে খাস কালেকশনের নামে দুর্নীতি: জেলা প্রশাসকের কাছে অভিযোগ নতজানু নীতির কারণে হাসিনা সীমান্ত হত্যার প্রতিবাদ করেননি খেলাধুলা শরীরিক ওমানসিক বিকাশ ঘটায় : রেজওয়ানুল হক পাটগ্রামের দহগ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তা প্রদান কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন ফটিকছড়িতে হামলার পর উল্টো মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ! লাকসামে ১৬৫ পরিবারকে স্পেন-বাংলাদেশ সোসাইটির নগদ অর্থ সহায়তা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের সম্মানী প্রদান ফুলপুরে বন্যার মারাত্মক অবনতি রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ঘোড়াঘাটে একগুচ্ছ তরুণদের উদ্যোগে “মানবতার দেয়াল”

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে একগুচ্ছো তরুণ যুবকদের উদ্যোগে পথের পাশে ও স্কুল গেটের সামনে গঠিত হয়েছে “মানবতার দেওয়াল”। উপরে লাগানো রঙিন সাইনবোর্ড নিচে ঝোলানো বিভিন্ন রকমের কাপড়। ঘোড়াঘাট থানা সংলগ্ন ঘোড়াঘাট আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দেয়ালে ও ঘোড়াঘাট কালিতলা গোল চত্তরে রঙিন সাইনবোর্ডে “মানবতার দেওয়াল” আপনার অপ্রয়োজনীয় কাপড় রেখে যান-আপনার প্রয়োজনীয় কাপড় নিয়ে যান,দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জাবোধ করবেন না, এমন স্লোগানে গঠিত হয়েছে। একগুচ্ছো তরুণদের মধ্যে পিয়াল নামে এক সদস্য বলেন, বিভিন্ন জায়গায় আমরা মানবতার দেওয়াল দেখেছি কিন্তু আমাদের এলাকায় নেই, আমরা এলাকার বেশ কিছু বড় ভাই ছোট ভাইদের নিয়ে আমরা এমন উদ্যোগ গ্রহন করি।করোনা কালিন সময়ে অনেকে কর্মহীন হয়ে পড়েছে ও অনেক রিকশা,ভ্যান চালক এবং অনেক অসহায় মানুষ রয়েছে যারা এই সময়ে কাপড় কিনতে অক্ষম, তারা চক্ষু লজ্জায় হয়তো কাউকে বলতে পারেনা, তারা এই খান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন।প্রথম কিছু প্যান্ট, শাট, পাঞ্জাবি, টি-শার্ট টাঙ্গিয়ে দিয়েছিলাম এতে অনেকে নিয়েছেন এতে তারা আরও উৎসাহিত হন এবং এই দেওয়ালে প্রতিদিন বিভিন্ন জন কাপড় দিয়ে যাচ্ছে এবং যার প্রয়োজন নিয়ে যাচ্ছেন। ভার্সিটি পড়–য়া একজন ছাএ খোরশেদ আলম ও এলাকাবাসীরা এমন উদ্যোগের প্রশংসা করেন। ঘোড়াঘাট আর.সি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আতাউর রহমান বলেন, এলাকায় অনেক মানুষ রয়েছে,যারা একটি কাপড় বেশি দিন ব্যবহার করে না। আমাদের অনেকের অব্যবহৃত কাপড় থাকে। এসব নষ্ট না করে এখানে টাঙ্গিয়ে দিলে অসহায় মানুষের উপকার হবে।অসহায় মানুষের জন্য এটি খুব ভালো উদ্যোগ। উদ্যোগ দাতাদের ধন্যবাদ জানায়। উদ্যোগদাতারা হলেন, জীম, সিয়াম, পিয়াল, ফেরদৌস, ইথেন, শান্তসহ অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com