শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও পুষ্প কাননের উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে বুধবার (১১ আগষ্ট) সকাল ১০টায় মুজিব শতবর্ষের কর্মসূচি বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বঙ্গবন্ধু পুষ্প কাননের উদ্বোধন শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় তিনি কলেজ পরিদর্শন, গাছের চারা রোপন ও কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি কলেজ মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, সহকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনছারী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: সহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাশ। সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাসের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগি আলহাজ্ব মো: সিদ্দিক আলী শেখ, গভর্ণিং বডির সদস্য এ্যাড. নব কুমার চক্রবর্ত্তী, মোঃ ফারুকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মো: সিরাজুল ইসলাম, শিক্ষার্থী হুরজাহান খাতুন প্রমুখ। উল্লেখ্য, অত্র কলেজের নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বঙ্গবন্ধু পুষ্প কানন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com