ঢাকার ধামরাইয়ে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস(সিদীপ) নিজের তহবিল থেকে করোনাকালীন সময়ে পৌর শহরের ২শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট)সকালে ধামরাই উপজেলা চত্তরে পৌরসভার অহসায় পরিবারের মাঝে এই সব খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোসাইন মোহাম্মদ হাই জকী। খাদ্যসামগ্রীর মাঝে ছিল চাউল- ৫ কেজি,আলু- ৩ কেজি, পিয়াজ- ১ কেজি, ডাল ১ কেজি ও মাক্স, হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, সিদীপের ডিস্ট্রিক্ট ম্যানেজার সারোয়ার জাহান, এরিয়া ম্যানেজার দীপকংর রায়, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মমিন, হিসাবরক্ষক শাহা আলম, ডাঃ তানভীর আহমেদ। ম্যানেজার সারোয়ার জাহান বলেন, আজ বিশ্বব্যাপি মরণব্যাধি করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। তবে আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা এই বিষয়ে সর্বদায় সর্তকভাবে মোকাবেলা করতেছেন এবং বাংলাদেশের মানুষকে সর্তক থাকার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস(সিদীপ) নিজেদের অর্থায়েন গরীবদের মাঝে ত্রাণ বিতরণ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের গরীব ও খেটে খাওয়া মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।