রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

বিটিআরসির গণশুনানি ২২ আগস্ট

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

মোবাইল ফোন ব্যবহারকারী, বাংলাদেশের ভোক্তা সংঘ ও সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তির জন্য গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংশ্লিষ্ট সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানও এ শুনানিতে অংশ নিতে পারবে। আগামী ২২ আগস্ট (রোববার) দুপুর ২টায় অনলাইন প্ল্যাটফর্মে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (১০ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন। তিনি বলেন, গণশুনানির জন্য নিবন্ধন করতে হবে। এখন নিবন্ধনের কাজ চলমান। গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণশুনানিতে অংশ নিতে হলে অনলাইনে নিবন্ধন করা আবশ্যক। গত ১০ আগস্ট ছিল নিবন্ধন সম্পন্ন করার শেষ দিন। এই ওয়েবসাইট লিঙ্ক হতে নির্ধারিত ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে।
সময়ের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে শুধু বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ প্রদানকারীদের ই-মেইল বা মেসেজের মাধ্যমে অংশগ্রহণের জন্য নিশ্চিত করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com