গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রফেসর মোল্লা আমীর হোসেনকে। গতকাল জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তৃতা দেওয়া অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পাশে উপস্থিত লোকজন তাকে সাথে সাথে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, বোর্ড চেয়ারম্যানের হার্টঅ্যাটাক হয়েছে। তার হার্টে ব্লক থাকতে পারে বলে অনুমান তাদের। বর্তমানে তিনি খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শোক দিবস উপলক্ষে যশোর শিক্ষাবোর্ড আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা শুরু করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রফেসর মোল্লা আমীর হোসেন। বক্তৃতার এক পর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তখন তিনি বুক চেপে ধরেন। সাথে সাথে পাশে থাকা লোকজন তাকে ধরে চেয়ারে বসান। ব্যথা তীব্র হওয়ায় বোর্ড চেয়ারম্যানকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ারম্যানের সাথে থাকা বোর্ডের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন বিকেলে জানান, তিনি সিসিইউতে ভালো আছেন।