করোনা পরিস্থিতিতে যখন মৃত লাশের পাশে প্রতিবেশীরা এগিয়ে আসেনা তখন জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হট লাইনে ফোন পেলে কুমিল্লার দেবিদ্বারে ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিম আতœীয় স্বজনদের সহযোগীতায় মরদেহ দাফন সম্পন্ন করেন। গতকাল দুপুরে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর মধ্যপাড়া গ্রামের সৌদিপ্রবাসী আলী মিয়ার স্ত্রী মোসাঃ নুরুন নাহার(৫৫) কুমিল্লার একটি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ধর্মীয় রীতিনীতি মেনে শেষ বিদায় জানায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিমের নারী সদস্য দেবিদ্বার উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোসাঃ রানু বেগম, মোসাঃ হোসনা বেগম, মোসাঃ আইরিন আক্তার ও মোসাঃ মিনা আক্তার ওই লাশের গোসল সম্পন্ন করেন। এছাড়াও দাফন কাজে ছিলেন, হ্যালো ছাত্রলীগের সদস্য ও কুমিল্লা(উঃ) জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসাইন, দেবিদ্বার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান মীর, সাংগঠনিক সম্পাদক জামিউর রহমান, পৌরসভা ছাত্রলীগ নেতা রবিউল হাসান, শরীফুল ইসলাম, মোঃ সুমন এবং হাফেজ তুফায়েল মাহমুদ, মাওলানা খালেদ মাহমুদ। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি ও ‘হ্যালো ছাত্রলীগ’র আইকন মোঃ আবু কাউছার অনিক জানান, ‘করোনাকালীন সময়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে নানা সেবামূলক কাজের পাশাপাশি যখন করোনায় আক্রন্ত হয়ে মারা যায়, আপন জন, প্রতিবেশীরা ভয়ে লাশের পাশে আসেনা, তথন হটলাইনে ফোন পেলে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লাশ দাফনে ছুটে যাই। তবে করোনা শুরু হওয়ার প্রথম দিকে করোনায় মৃতদের লাশ দাফনের জন্য গঠন করি ‘হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ জন’ টিম।