দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের মিঠাপানির একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৯ শত মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার(১৭আগষ্ট) সত্তারঘাট এলাকা থেকে নাজিরহাট ব্রিজ দুপুর ১২ টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল আলম। হালদা নদীতে মাছ ধরার ৫০০ মিটার ঘেরা জাল ও ৪০০ মিটার ভাসা জাল জব্দ করে। এছাড়া ও কয়েকটি স্থানে মাছ শিকারীদের ধাওয়া করা হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালদায় অভিযান পরিচালনা করে ৯০০ মিটার জাল জব্দ করা হয়। হালদায় মা মাছ, ডলফিন, জীববৈচিত্রও পরিবেশ রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে বলেও তিনি যোগ করেন। উল্লেখ্য: হালদা নদীতে প্রতিনিয়ত উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হত। হালদার পাড়ে মাছ খেকোদের জন্য আতঙ্কিত ছিল উপজেলা প্রশাসনের সাবেক ইউএনও রুহুল আমিন। তিনি বদলি জনিত কারণে গত এক মাসে হালদায় তেমন অভিযান চোখে পড়েনি। নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের হালদা নদীতে এটি সহ ৩টি অভিযান পরিচালনা করেন। হালদার জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করবেন এটাই প্রত্যাশা করেন স্থানীয় জনগণ।