রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

ইসলামপুর শিল্প এলাকার গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা

শেফাইল উদ্দিন কক্সবাজার সদর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শিল্প এলাকা ইসলামপুর বটতলী থেকে ইসলামপুর বাজার পর্যন্ত সড়কটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে । এতে সড়ক দিয়ে বানিজ্যিক গাড়ি ও স্থানীয়রা যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। অন্যদিকে পথচারীরা যাতায়াত করতে দুর্ঘটনার শিকার হচ্ছে । সরজমিনে দেখা যায়, মহাসড়কের ইসলামপুর বটতলী স্টেশন থেকে ইসলামপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন জায়গায় ভেঙ্গে গেছে। এ ভাঙ্গা গুলো দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় গর্তে পরিনত হয়েছে। বর্ষার এই বৃষ্টিতে সড়কের গর্তগুলো জলাশয়ে পরিনত হয়েছে।এ পানিতে ছোট-বড় যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এদিকে ইসলামপুর বাজার এলাকায় ৭০টি লবণ মিল রয়েছে। এ মিল কারখানার একমাত্র যোগাযোগের সড়ক এই সড়ক। এ ব্যাপারে লবন মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ জানান, স্থানীয় চেয়ারম্যানের অবেহেলার কারনেই সড়কটি দীর্ঘদিন ধরে এ অবস্থায় রয়েছে। ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান। দীর্ঘ দুই বছর ধরে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় সড়কটি দিনদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বটতলী স্টেশন থেকে চৌফলদন্ডী ব্রিজ পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক কার্পেটিং করার জন্য টেন্ডার হয় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে। কাজটি পান মেসার্স চকরিয়া ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। উন্নয়ন প্রকল্পের বেশ কয়েকটি কাজ শেষ হলেও ইসলামপুর বাজার থেকে নাপিতখালী পর্যন্ত কার্পেটিং হয়নি এখনও। এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবসা বানিজ্য সহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে। তাছাড়া শিল্প নগরী হিসেবে প্রতিদিন লবণ বোঝাই ট্রাক প্রবেশ করে। সড়কের এ অবস্থার কারনে ট্রাক প্রবেশ করতে না পারলে লবণ রপ্তানি ও আমদানি বন্ধ হয়ে যেতে পারে। লবণ সরবরাহ বন্ধ হয়ে গেলে এখানকার শতাধিক লবণ মিল বন্ধ হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com