ময়মনসিংহের তারাকান্দায় শত বছরের দখলীয় পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে সংখ্যালঘু রবিদাস পরিবার। জানা গেছে, উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন রবিদাস সম্প্রদায় শত বছর ধরে বসবাস করে আসছে। মধুমোহন রবিদাস জানান, ময়মনসিংহ-শেরপুর-হালুয়াঘাট সড়কের পাশে গোপালপুর মৌজা পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় ভূমি বিক্রি করলেও ক্রেতাদের দখল বুঝিয়ে দিতে পারছে না। প্রতিবেশী এমদাদুল হক মিন্টু, এমদাদুল হক নান্টু, আমিনুল ইসলাম রুবেল, মমিলুল হক জুয়েল গংদের ভয়-ভীতি ও হুমকিতে আতঙ্কিত অবস্থা দিনাতিপাত করছে। গতকাল সংখ্যালঘু রবিদাস সম্প্রদায় পরিবারের উপর হামলা ও নির্য়াতন এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক সাজানো নাটকীয় ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ-শেরপুর সড়কের উপজেলার গোপালপুর বাজারে রবিদাস সম্প্রদায় এক মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শুভ রবিদাস, মধুমোহন রবিদাস প্রমূখ। মানববন্ধনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।