মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

মুহুরী নদীর বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

সাইফুল ইসলাম মজুমদার ফুলগাজী (ফেনী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ফুলগাজীতে আবারো বন্যা

ফুলগাজীতে আবারো বন্যায় মুহুরী নদীর বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত হয়েছে। ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সদ্য মেরামতকৃত একটি স্থান ভেঙে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের ৪টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ঘনিয়ামোড়া সদ্য মেরামতকৃত স্থানটি আবারো ভেঙে যায়। তলিয়ে যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক। মুহুর্তে পানির খরস্রোতে বিনষ্ট করে সদ্য রোপনকৃত আমন ধান, ফসলি জমি, মাছের ঘেরসহ বাড়িঘর। এমনকি সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে বুধবার রাতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে গিয়ে ওই স্থান দিয়ে পানি প্রবেশ করে ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম সড়ক তলিয়ে যায়। ফুলগাজী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, হঠাৎ নদীর পানি বেড়ে বাজারে পানি ঢুকে পড়ে। এতে বাজারের বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয়ে যায়। খবর পেয়ে ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম ভাঙ্গনস্থান পরিদর্শন করে বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙনের ফলে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে। একই সময়ে ভাঙ্গনস্থান পরিদর্শন করেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান। পানি উন্নয়ন বোর্ড ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, বুধবার বিকেল থেকে নদীতে পানির প্রবাহ বেশি ছিল। এর আগে দুপুরে মুহুরী নদীর পানি বিপদসীমার ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com