রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

গলাচিপায় ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার এক’শ ৯৩তম জন্মষ্টমী পালিত

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

পটুয়াখালীর গলাচিপায় কেন্দ্রিয় কালিবাড়ি মন্দির কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচি, ভাবগম্বির্য্যের সাথে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার এক’শ ৯৩তম শুভ জন্মষ্টমী পালিত পালিত হয়েছে। গতকাল কেন্দ্রীয় কালিবাড়ির রাধাঁগোবিন্দ মন্দিরে গীতাপাঠ ও যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় শ্রীকৃষ্ণের বিগ্রহ ও ব্যানার নিয়ে সনাতন ধর্মালম্বী বিভিন্ন ধর্মীয় সংগঠনের ভক্তবৃন্দ নারী পুরুষ সমম্বয়ে এক শোভা যাত্রা বেড় হয়। শোভা যাত্রাটি গলাচিপা কেন্দ্রীয় মন্দির থেকে শুরু করে সল্পপরিসরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির আঙ্গিনায় শেষ হয়। মন্দির কমটির সভাপতি দিলিপ বনিকের নেতৃত্বে শোভা যাত্রায় অংশ গ্রহণ করেণ উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার প্রমূখ। শোভা যাত্রার শেষে মন্দিরের পুরোহিত বাসুদেব চক্রবর্তী ভক্তদের প্রসাদ বিতরণের পূর্বে বলেন, দ্বাপর যুগের শেষ দিকে কৃষ্ণপক্ষের অষ্টমি তিথিতে মথুরা নগরিতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদের বেদনাহত ক্রোড়ে ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে আগমণ ঘটে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় প্রতিষ্ঠার লক্ষে মানব কল্যাণে যুগে যুগে তিনি অবর্তীণ্য হন। জন্মঅষ্টমি উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের প্রতি স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর-মেয়র আহসানুল হক তুহিন, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ডাকুয়া ইউনিয়নের চত্রা বাংলাবাজার শ্রীশ্রী রাধাঁ কৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে পৃষ্ঠপোষক অশক চন্দ্র বালা নেতৃত্বে প্রায় দেড় কিলোমিটার বর্ণাঢ্য র‌্যালি বেড়করা হয়। র‌্যালিতে শতশত ভক্তবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দসহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ শোভা যাত্রায় অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। পরে মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com