করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ হিসেবে যুক্তরাষ্ট্রে রেমডেসিভির ওষুধটি স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশও এর উৎপাদন প্রক্রিয়া সম্পন্নের পথে রয়েছে। এরইমধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ তাদের উৎপাদিত রেমডেসিভিরের নমুনা ওষুধ প্রশাসন অধিদফতরে জমা দিয়েছে।
শনিবার (৯ মে) ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বুধবার বেক্সিমকো তাদের ওষুধের নমুনা জমা দিয়েছিল। আর এসকেএফ দিয়েছে আজ ( ৯ মে), যদিও তাদের জমা দেওয়ার কথা ছিল আগামীকাল।
তিনি আরও বলেন, বেক্সিমকোর ওষুধের পরীক্ষা শুরু হয়েছে আগেই, এসকেএফের নমুনা জমা হলো মাত্র, হয়তো আজ অথবা আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। এখন এই পরীক্ষাতে সবকিছু ঠিকঠাক থাকলে তারা বাজারজাত করার অনুমতি পাবে।
এমআর/প্রিন্স