কুমিল্লার দেবিদ্বারে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার ও জাতীয় সমাজ কল্যান পরিষদের আওয়তাধীন সংস্থা সমূহের মাঝে চেক বিতরণ আলোচনা সভা বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এর সভাপিতেত্ব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের এর উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরচালক জেড.এম মিজানুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জোবায়ের, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম। এসময় উপিস্থত ছিলেন দেবিদ্বার উপজেলা ইঞ্জিনিয়ার শাহ আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ আহাম্মদ কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, পৌর সচিব ফখরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ, যুব উন্নয় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল হাকিম লিটন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, সহ আরো অনেকে।