খাগড়াছড়ি ইসলামী আন্দোলন জেলা শাখা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সেক্রেটারি মাওলানা হাফেজ বশির উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, জেলা ইসলামী আন্দোলনের সদস্য ডা. আনোয়ার হোসেন, ডা. মেরাজুল ইসলাম, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের জীবন আজ ধবংসের পথে। শপিং মল, গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সবকিছু খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার ষড়যন্ত্র চলছে। করোনা মহামারী আকার ধারণকারী দেশগুলো মধ্যে বিভিন্ন দেশে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেয়া হয়েছে। মানববন্ধনে অনতিবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।