সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

হাটহাজারীর আদর্শ গ্রামসহ ২৩টি পুকুরে ৩৫২ কেজি মাছের পোনা অবমুক্ত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্দেশনা অনুযায়ী হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ২০২১-২০২২ অর্থবছরের বাজেটের আওতায় কার্প জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে পৌরসভার আদর্শগ্রাম সরকারী পুকুর, উপজেলা পরিষদ পুকুর, ফায়ার সার্ভিস এর পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। উপজেলার ২৩টি সরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা, প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব নাবিল ফারাবী, পি আই ও জনাব মাইদুল ইসলাম শাহ্, ভাইস চেয়ারম্যান জনাব নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মুক্তার বেগম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা, ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম ও আনসার সদস্য জসীম প্রমূখ। এদিকে দীর্ঘ দুই যুগ ধরে অবহেলিত আদর্শগ্রাম পুকুরে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন। এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কালাম, আহমদ লেদু, সাংবাদিক মাহমুদ আল আজাদ, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ হালিম শিকদার, মোঃ রুবেল, পারভেজ সুমন মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com