মুন্সীগঞ্জ সদর উপজেলায় আমিরুল হক পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। গতকাল আমিরুল হক পৌর বালিকা বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান বন সংরক্ষক, প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের জমিদাতা সদস্য মোঃ নুরুজ্জামান। ভবনটি নির্মাণে ব্যয় হয় ২ কোটি ৩৪ লক্ষ টাকা। অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেন, আপনাদের কন্যা সন্তানরা যেন মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত না হয়। সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হবে। রাজনৈতিক কাদা ছুড়াছুড়ির কারণে সমাজ সংস্কারদের সেভাবে মূল্যায়ন করা হয় না। ফলে রাজনৈতিক রোষানলের কারণে তারা সমাজে ভালো কিছুও করতে পারে না। সন্ত্রাসের পরিচয় সন্ত্রাসী। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করা হবে। কোন ছাড় দেওয়া হবে না। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সংস্কারক মাহফুজুর রশিদ নিলু, শিক্ষানুরাগী আবুল বাশার, জেলা পরিষদের সদস্য মোঃ আরিফুজ্জামান, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য ও সাবেক মুন্সীগঞ্জ ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান সুমন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শিল্পায়ন শাখার সভাপতি মোঃ আবুল কাসেম, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মকবুল হোসেন ও পঞ্চসার ইউপি সদস্য মোঃ জাহিদ হাসান প্রমুখ।