নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন ঐতিহাসিক বড়নগর (নং-১৪৪১) পোষ্ট অফিসটি দীর্ঘদিন যাবৎ ঝড়াঝীর্ন অবস্থায় পড়েছিল। স্থানীয় জনপ্রতিনিধি কেউ এই পোষ্ট অফিসটির রক্ষণাবেক্ষন কাজ করেননি। গাছের পাতা ও বৃষ্টির পানি পরে পোষ্ট অফিসের টিনের চালে ঝং ধরে চাল ছিদ্র হয়েছে ও দেয়ালে আস্তর খষে পড়ায় পোষ্ট মাষ্টার এই পোষ্ট অফিসে বসে কাজ করতে পারেন না এবং সাধারণ মানুষ এসে পোষ্ট অফিসে বসতে পারে না। এমন চিত্র দেখে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী সোহাগ রনি মেরামত ও সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন। এসময় সোহাগ রনি বলেন, দীর্ঘদিন দেখছি আমাদের মোগরাপাড়ার ঐতিহ্যবাহী কাচারী মাঠে অবস্থিত পোষ্ট অফিসটি অজতেœ ও অবহেলায় ঝড়াঝীর্ন অবস্থায় পরে আছে। আমরা ছোটবেলা থেকে এই পোষ্ট অফিসের মাঠে আমরা খেলা ধুলা করেছি এবং প্রত্যেক মঙ্গলবার এই মাঠে বাজার বসতো। এই ঐতিহ্যবাহী কাচারী মাঠ ও পোষ্ট অফিসের সৌন্দর্য আমাদেরই ধরে রাখতে হবে। তাই আমি নিজ অর্থায়নে ঐতিহাসিক মোগরাপাড়ায় পোস্ট অফিস মাঠ সংস্কার করার উদ্যোগ নেই।