মানিকগঞ্জে ঘিওরে সরকারি জায়গা দখল করে স্থ্াপনা নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা। এ নিয়ে সরকারী বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও উচ্ছেদ করা হয়নি অবৈধ স্থাপনা। জানা গেছে, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম পয়লা মৌজার ১ নং সরকারি খাস খতিয়ানে ২১ শতাংশ সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা বানিজ্য করছে স্থানীয় প্রভাবশালী মহল। অবৈধ দখল অপসারন করতে পয়লা ইউনিয়ন জাসদ সভাপতি মোঃ রোকন ঢালী এলজিইডির নির্রাহী বরাবর লিখিত অভিযোগ করলেও কোন কার্যকরী ব্যবস্থা নেয়া হয়নি। দীর্ঘ সময় ধরে সরকারী রাস্তা দখলমুক্ত করার দাবীতে মানিকগঞ্জ নাগরিক সমাবেশ করা হলেও স্থানীয় প্রশাসন তেমন কোন ভুমিকা পালন করেনি বলে অভিযোগ করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী তেরশ্রী বাজারের উত্তর পাশে পশ্চিম পয়লা মৌজার ৩৬ নং দাগের ২১ শতাংশ সরকারি জায়গা দখল করে কিছু অসাধু সরকারি কর্মকর্তার যোগসাজসে এলজিইডির পাকা সড়ক দখলের মাধ্যমে স্বার্থান্বেষী মহল বিল্ডিং ও দোকানপাট নির্মাণ করে অবাধে চালিয়ে যাচ্ছে ব্যবসা বানিজ্য। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব অপরদিকে সড়কে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডির পাঁকা সড়কের মোড় ঘেষে স্থাপনা নির্মান করে ব্যবসা বানিজ্য করছে। আবার অনেকেই নতুন করে পাঁকা সড়ক দখল করে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এসব অবৈধ দখলদাররা বলেন আমরা সরকারি জায়গা দখল করি নাই। আমাদের ক্রয়কৃত ভুমির উপরে স্থাপনা নির্মান করেছি। আমাদের জায়গায় কোন ভেজাল নাই। ঘিওর উপজেলা প্রকৌশলী মো: সাজ্জাকুর রহমান বলেন, এলজিইডি থেকে পয়লা মৌজার কোন ভুমি অধিগ্রহন করা হয়নি। যদি অবৈধভাবে সড়ক দখল করে স্থাপনা নির্মান করা হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ঘিওর সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদা শাবাব বলেন, বিষয়টি অবগত আছি। ইতোমধ্যে সরজমিনে সার্ভেয়ারকে পাঠিয়েছি। পরিমাপ করে সরকারী জায়গা দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।