প্রাণহীন শিক্ষাঙ্গনে আবার প্রাণের ছোঁয়া। ১৭ মাস পর বাজলো কলেজের ঘন্টা। প্রাণের ক্যাম্পাসে ফিরে ছাত্র-ছাত্রীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। দীর্ঘ বিরতির পর ছাত্র-ছাত্রীদের প্রাণের ক্যাম্পাস এ আগমন উপলক্ষে করোণা মোকাবেলায় ও সচেতনতা বৃদ্ধিতে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত রবিবার (১২ সেপ্টেম্বর) এসব সামগ্রী বিতরণ করা হয়। করেরহাট ইউনিয়নের করেরহাট কে.এম. উচ্চ বিদ্যালয়, হাবিলদার বাসা উচ্চ বিদ্যালয়, গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসা, অলিনগর এল বি উচ্চ বিদ্যালয়,করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছত্তরুয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন এর অর্থায়নে এবং ইউনিয়ন ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী শামীম ওসমান, মেহেদী হাসান তানভীর, মাহিম আরিফ, জিয়াউল তুষার, ইকবাল সুমন, মোঃ সোহাগ, নুরুল মোমিন, মোঃ এনাম, আব্দুল নূর রিয়াজ, নাজিম উদ্দিন রিপন সহ আরো অনেকে। এই বিষয়ে কামরুল হোসেন বলেন, দীর্ঘ বিরতির পর শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ায় ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে মিরসরাইয়ের ভবিষ্যৎ কর্ণধার, তরুণ প্রজন্মের আইকন মাহবুব উর রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় করেরহাট ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করি। এই কাজে সহযোগিতায় ইউনিয়ন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।