বর্তমান সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা থাকবে না। তাই সরকারের পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরের প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকতে পারে কি-না তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। নির্বাচনে জেতার জন্যই নির্বাচন কমিশনে সরকারের পছন্দের লোকদের বসানোর পায়তারা চলছে। সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।