মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮০ হাজার। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৪১ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ পরিস্থিতির নিয়মিত যে টালি প্রকাশ করছে, তাতে মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৩৮৮ জন। আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৮০ হাজার ৬৮২ জনের।
জনস হপকিন্সের টালি অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩২ হাজার ১৪১ জন, ইতালিতে ৩০ হাজার ৭৩৯ জন এবং স্পেনে ২৬ হাজার ৭৪৪ জনের প্রাণ গেছে করোনাভাইরাসের সংক্রমণে।
দেশটির ৫০টি রাজ্যের মধ্যে সবচেয়ে নাজুক দশায় পড়া নিউ ইয়র্কে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৫৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত ২৬ হাজার ৯৮৮ জনের।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ৭৭ হাজার ৫৮৪ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৮৬ হাজার ৩৩০ জন হয়েছে।
এমআর/প্রিন্স