সোনাগাজী পৌরসভা নির্বাচনে পুনরায় মেয়র পদে ৫৩৬১ ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম খোকন নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আবু নাছের টেলিফোন প্রতীকে পেয়েছেন ১০৭৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা হিজবুল্লাহ ৪০২ পেয়েছেন, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী পানির জগ প্রতীকে শেখ সেলিম ৭৯ ভোট পেয়েছেন। কাউন্সিলর পদে সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মোস্তফা, ২নং ওয়ার্ডে প্রথমবারের মতো উটপাখি প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হেদায়েত উল্লাহ পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে চতুর্থবারের মতো কাউন্সিলর পদে ইমাম উদ্দীন ভূইয়া পানির বোতল প্রতীকে বিজয়ী হয়েছেন ৪নং ওয়ার্ডে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন, ৫নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন যুবলীগ নেতা নাছির উদ্দীন রিপন, ৬নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন আইয়ুব আলী খান, ৭নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন নয়ন, ৮নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো পানির বোতল প্রতীকে বিজয়ী হয়েছেন শেখ কলিম উল্যাহ রয়েল এবং ৯নং ওয়ার্ডে এই প্রথমবারের মতো পাঞ্জাবি প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাজিম উদ্দীন ভূইয়া।