ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুর রহমান হাই ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোডাউন করেছেন। প্রচারণার অংশ হিসেবে কয়েকশত মোটরসাইকেল নিয়ে গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ভাটদী-বঙ্গেশ্বরদী, নতুবদিয়া, চিতারবাজার, কোন্দারদিয়া, কমলেশ্বরদীসহ বিভিন্ন এলাকায় এই শোডাউন করেন। সাজ্জাদুর রহমান হাই দাদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। তিনি আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শোডাউনের সময় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সাজ্জাদুর রহমান হাই বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব। আর দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলেও দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো। মোটর শোডাউনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মিন্টু মিয়া, আব্দুল লতিফ মাতুব্বর, মো. আজম মোল্যা, মো. নজরুল ইসলাম ভুলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনজুর হোসেন তুষার, আরিফ হোসেন টিটোসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।