খাদ্য সহায়তা পাবে সাড়ে ৫ লাখ জেলে
চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়কালে জেলেরা সরকারের পক্ষ থেকে ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ টন ভিজিএফের চাল বরাদ্দ পাবেন। ২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৭ জেলার ১৫১টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা ৫ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেয়া হয়।
গত বছরের চেয়ে আরো ২৭ হাজার ৬০২ জেলে পরিবারকে এ বরাদ্দের আওতায় আনা হয়েছে। এবছর জেলে পরিবার প্রতি ২০ কেজি করে চাল পাবে। সোমবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ সংক্রান্ত তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একইসঙ্গে ভিজিএফ চাল পরিবহণ ব্যয়ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে মঞ্জুরী জ্ঞাপন করা হয়েছে। ভিজিএফ চাল ২৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ শেষ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত ও প্রকৃত জেলেদের মধ্যে এ ভিজিএফ বিতরণ নিশ্চিত করতেও বরাদ্দপত্রে নির্দেশনা দেয়া হয়েছে।
ইলিশ সম্পদ সংরক্ষণে প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০ এর অধীন প্রণীত প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫ অনুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে। এ বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।