তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার এবারের এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপন হয়েছে। (২৮-সেপ্টেম্বর) সকালে অ্যাক্টিভিস্টা নীলফামারী এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অন্যতম কর্মসূচীটি ছিল “তথ্য অধিকার আবেদন শিখন কেন্দ্র”। এই শিখন কেন্দ্রে সঠিকভাবে আইন সম্পকের্ জেনে এর সঠিক প্রক্রিয়া মেনে কিভাবে তথ্যের জন্য আবেদন করতে হয় তা হাতে কলমে শেখানো হয়। এ্যাকশন এইড বাংলাদেশ ও ইউএসএস নীলফামারী এর সহযোগীতায় অ্যাক্টিভিস্টা নীলফামারী এর বিভিন্ন যুব সংগঠনের যুবরা এই শিখন কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়াও যুবরা তথ্য অধিকার আইন সম্পর্কে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরন, দৃষ্টিগোচর হয় এমন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙ্গিয়ে সাধারন জনতাকে আইনটি সম্পর্কে অবহিত করার কর্মসূচী পালন করে। ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান এক্রামুল হক এই শিখন কেন্দ্রটির উদ্বোধন করেন। তিনি বলেন, তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং রাষ্ট্রের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার বিশ্বব্যাপী একটি মানবাধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তিনি বলেন, একদিকে তথ্যের চাহিদাকারী সর্বসাধারণকে উৎসাহিত ও উজ্জীবিত করতে হবে, অন্যদিকে তথ্যের জোগানদাতাকে দক্ষ ও প্রশিক্ষিত করে তুলতে হবে। দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। এ মহৎ দায়িত্ব পালনে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এতেই সমাজে নিশ্চিত হবে একটি উত্তম আইনের প্রকৃত সুফল প্রাপ্তি। কর্মসূচীতে অন্যান্যদেও মধ্যে ছিলেন, ইউপি সদস্য সহিদুল ইসলাম লিটন, ইউএসএস এর প্রোগ্রাম অফিসার নুরন্নবী, আমিনুল ইসলাম, যুব ইনটার্ন মোকাদ্দেস লিটু প্রমূখ।