গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কোটালীপাড়া থানার আয়োজনে থানা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার সভাপতি কার্তিক চন্দ্র বিশ^াস, সাধারণ সম্পাদক লীলা দাম, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া, কোটালীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র দে বক্তব্য রাখেন। জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করবেন। পূজায় যাতে কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘœ না ঘটে তার জন্য কোটালীপাড়া থানা পুলিশ সার্বক্ষণিক ভাবে কাজ করবে।