“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতি পাদ্যকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব-২০২৫ ভলিবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেল সারে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ডাক বাংলো মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের আমির মোখলেছুর রহমান, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক, শৌলমারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, খুটামারা ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম, গোলমুন্ডা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কাঁঠালী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান) আলমগীর হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: রিয়াদ ইসলাম, প্রচার সম্পাদক শ্রী ভবদিশ চন্দ্র রায় ও সদস্য বিধান চন্দ্র রায় সহ সমাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জলঢাকা পৌরসভা ও গোলমুন্ডা ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ভলিবল টুর্নামেন্টে ১২ টি দেলর মধ্যে উপজেলা পর্যায়ে ১১ টি ও পৌরসভা পর্যায়ে ১ টি দল অংশগ্রহণ করেছে। আগামী ৬ ফেব্রুয়ারী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।