বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ কর্তৃক দিনাজপুরের হাকিমপুরে (হিলি) ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত পরিবারের এককালিন অনুদান কলেজ-বিশ্ববিদ্যালয় অধ্যাযনরত ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি এবং ভিক্ষুক পুনর্বাসনের জন্য অর্থ প্রদান করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে এসব সুবিধা ভোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। উক্ত সরকারি অনুদান প্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, হাকিমপুর সার্কেল রাজীব, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম প্রমুখ। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১৮ জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৪৫০০ টাকা, দুস্থ ১৮ টি পরিবার প্রত্যেকে ৪৫০০ টাকা, ৪ টি সংগঠনকে ১৫০০০ হাজার টাকা করে, ২০ টি পূজাম-পে ৫০০ কেজি করে চিকোন চাল ও ২ জন পঙ্গুকে ২৫০০০ টাকা করে অর্থ প্রদান করা হয়। এছাড়াও এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত ভাবে ২০ টি পূজাম-পে ৩০০০ টাকা করে প্রদান করা হয়।