সাভারে মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হলো আরও ৫ জন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
বুধবার (১৩ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা মিঠু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাভারে এ পর্যন্ত ৮৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন আক্রান্ত ব্যক্তি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাভারে মারা গেছেন ২ জন। আর আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২২ আক্রান্ত ব্যক্তি। বাকি ৫২জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এমআর/প্রিন্স