ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে স্কুলের জায়গা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে প্াঁচগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্কুলের জায়গা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন এলাকাবাসী। লিখিত বক্তব্যে জলিল আহমেদ বলেন, স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার আহমেদ স্কুলের জন্য এলাকাবাসীর সহায়তায় প্রায় ৫ বছর আগে ১০ শতক জমি ক্র?য় করেন। এসময় ৭ শতক স্কুলের নামে এবং ৩ শতক নিজ নামে দলিল করে নেন। পরে দীর্ঘদিন পর এলাকাবাসী জানতে পেরে তাকে চাপ প্রয়োগ করলে দলিল করে দেওয়ার তালবাহানা শুরু করে এবং এলাকাবাসী শালিশ করেন। এর ফাকে কয়েকদিন আগে তিনি এখানে স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করলে এলাকায় একাধিক বার সালিশ হয় এবং উপজেলা নির্বাহি অফিসার এর বরাবর নালিশ করেন। এসময় জায়গা বিক্রেতা সহ এলাকার শতশত লোক উপস্তিত ছিলেন।