১৭ অক্টোবর রবিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি অফিস এর আয়োজনে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে স্বপ্নীল শিশু ফোরাম ও দূরন্ত যুব ফোরামের উদ্যোগে শিশু বান্ধব কর্ণারের উদ্বোধন ও সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম শিশু নেতৃত্ব বিকাশ ও শিশু কল্যাণের জন্য ইউনিয়ন পরিষদ সভাকক্ষে একটি শিশুবান্ধব কর্ণারের ব্যবস্থা করাতে স্থানীয় জনসাধারন প্রশংসা করেন। শিশুদের সাথে মত বিনিময় করেন ইউপি চেয়াম্যানে মোঃ মমিনুল ইসলাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ্যাডভোকেসী এন্ড জাস্টিস ফর চিলড্রেন এর ডিপুটি ডিরেক্টর নিশাথ সুলতানা। শিশু কর্ণার উদ্বোধন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার ফিল্ড এ্যাডভোকেসী এন্ড গ্লোবাল ক্যাম্পেইন সঞ্জয় মন্ডল, ফিল্ড এ্যাডভোকেসী এন্ড সোস্যাল একাউন্টটিবিলিটি কো-অরডিনেটর মোঃ তানজিমুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, মির রেজাউল করিম, মোঃ হোসাইন সাকিব-ন্যাশনাল কো-অর্ডিনেটর-গুড গর্ভনেন্স এন্ড স্যোসাল একাউন্টটিবিলিটি। ভাটপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সামিউল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর সিনিয়র এপি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম বলেন, এই স্বপ্নিল শিশু কর্ণার শিশুদের নেতৃত্বের বিকাশ ঘটবে এবং শিশু কল্যাণের জন্য শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। ফলে শিশুরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে।