বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলে’র ৫৮তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দুই গৃহহীনকে জমিসহ ঘর উপহার দিয়েছে থানা যুবলীগ। রোববার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ধনাইগদ এলাকার দুই অসহায় গৃহহীনকে দুটি ঘর প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ঘর দুটির উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল ইসলাম খান নিখিল। সার্বিক তত্বাবধানে ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের আহব্বায়ক কবির হোসেন সরকার। যারা ঘর পেলেন, সাহিদা বেগম(৫০) ও প্রতিবন্ধী আবু সায়েদ(৭০)। ঘরটিতে ২টি শয়ন কক্ষ, ১টি গোসলখানা ও ১রান্না ঘর সহ সামনে বাড়ান্দাও রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সারাদেশের প্রতিটি জেলায় অসহায় গৃহহীন মানুষকে বিনামূল্যে গৃহনির্মাণ করে দেবার কর্মসূচি হাতে নেয়। সেই কর্মসূচির নাম দেওয়া হয় আশ্রয় কর্মসূচি। অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মঈনুল ইসলাম ভুইয়া, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন খান জয়, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমিন সরকার প্রমূখ।