ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং চম্পকনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা মার্কার প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছে আগ্রহী পরিমল সরকার, উপজেলার চম্পকনগর ইউনিয়নের বাদেহাড়িয়া গ্রামের সরকার পরিবারে ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পরিমল সরকার (বিএ), ২য় ভাই হৃদ কামাল সরকার কৃষি ব্যাংক ম্যানেজার (অব), ৩য় ভাই সুহিলপুর জিল্লুর রহমান সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার সরকার, উচ্চ শিক্ষিত ৪ ভাইয়ের মধ্যে তিনি ১ম, তাদের পিতা উপেন্দ্র সরকার, পরিমল সরকার বাল্য জীবনে এলাকার পাঠশালা গুলোতে সুনামের সহিত পাশ করেন, কলেজ জীবনে তিনি আখাউড়া, খরমপুর কল্লা শহীদ ডিগ্রী কলেজ থেকে ১৯৭৭ সলে আইএ পাশ করেন,পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ১৯৮৮ সালে বিএ পাস করেন, জন্মসূত্রে তিনি একজন খাঁটি আওয়ামী পরিবারের সন্তান, দাদা, বাবার দেখানো পথ ধরেই,ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, তাই চম্পকনগর ইউনিয়নের জনসাধারণের পাশে বাবার, নিজের, ভাই’এর পকেটের টাকা খরচ করে সেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে আপামর জনসাধারণের সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন, ছাত্র রাজনীতি থেকে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সকল কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি, দলের সুদিনের সময় যেমন তিনি আছেন দুর্দিনেও তিনি পিছপা হননি, দলের দুর্দিনে নিজের জীবন বাজি রেখে মৃত্যু ঝুঁকি নিয়েও দল ত্যাগ করেননি, ব্যক্তি জীবনে তিনি পশু হাসপাতালে বেসরকারি সংস্থা (সীল) এর সাথে জড়িত থেকে এলাকার হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, শীতের সময় শীতার্তদের জন্য কম্বল বিতরণ, মহামারী করোনাভাইরাস এর সময় নিজের তহবিল থেকে ও এলাকাবাসী থেকে সংগৃহীত আর্থ থেকে খাদ্য সহায়তা করে মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়েছেন, নিজ কর্মস্থলের কর্মকর্তাগনের সহায়তায় ছাগল, নগদ, অর্থ ও সেলাই মেশিন দিয়ে দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে পাশে থকেছেন, দলীয় মনোনয়ন পেলে তিনি চম্পকনগর ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদী,