রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
ছাত্রজনতার দখলে রাজপথ, শ্রীমঙ্গলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ৩ হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবারো হামলার শিকার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার কেশবপুরের টিটাবাজিতপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অসুস্থ মাহমুদুর রহমান মান্না বিএসএমএমইউতে ভর্তি “বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান” নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে: আবদুল হালিম জলঢাকায় ভোট চোর চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা

দেবিদ্বারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার (কুমিল্লা) :
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

“মুজিববর্ষে পুলিশ নীতি- জনসেবা আর সম্প্রীতি”এ স্লোগান সামনে রেখে সরাদেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বারে কমিউনিটি পুলিশিং ডে -২০২১ উপলক্ষে থানা পুলিশের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা শনিবার দুপুরে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান এর সভাপতিত্বে ও এস আই ইকতার মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার-বিপড়া সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমির উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক পি এম শহিদুল্লা পলাশ, সদস্য সচিব ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতান, দেবিদ্বার ট্রাফিক অফিসের টি আই মোঃ নুরে আলম সহ আরো অনেকে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ শাহজান সরকার, কেন্দ্রিয় ছাত্রলীগের সবেক সদস্য ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকবল হোসেন মুকুল, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির দেবিদ্বার শাখার সভাপতি জীবন চন্দ দাস প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে ইভ-টিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাসী কর্মকান্ডসহ সমাজে ঘটে যাওয়া নানা ধরণের অপরাধ দমন করতে হলে স্থানীয় জনগনকে সর্বদা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। সাধারন মানুষ যাতে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে সমাজে বসবাস করতে পারে তার জন্য পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ও থানা পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com