বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান দৈনন্দিন জীবনে চলাফেরায় নিজের মর্যাদা অটুট রাখুন কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল

সোনাগাজীর নবাবপুরে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান লিপটন

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে কালিদাস পাহালিয়া নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন করা হয়। ৯ নভেম্বর মঙ্গলবার সকালে ঢালাই কাজের উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা প্রকৌশলী মনির হোসেন খাঁন, প্রকল্প কনসালটেন্ট জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, ঠিকাদার মোঃ ফজলুল হক বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি হকসাব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর আগে ৮ নভেম্বর সোমবার বিকালে ব্রীজ নির্মাণের সক্ষমতার মান যাচাই এবং সার্বিক প্রস্তুতি উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন ফেনী জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ হাসান আলী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার ব্রীজটি নির্মিত হচ্ছে। নবাবপুর ও ফরহাদনগর এর কালিদাস পাহালিয়া নদীর অংশে জনসাধারণ নৌকা চড়ে নদী পারাপারের দূর্ভোগের কথা চিন্তা করে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের প্রচেষ্টায় ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। নবাবপুর কালিদাস পাহালিয়া ব্রীজের মাধ্যমে বহু দিনের যাতায়াতের কষ্ট লাগব হবে। দুপারের মানুষের মাঝে সৃষ্টি হবে আন্তরিক সেতুবন্ধন। উন্নত হবে নদী পারের মানুষের জীবন যাত্রামান। ব্যবসায় বানিজ্যের পথ সুগম হবে। নদী পাড়ের মানুষের সাথে কথা বলে জানাযায়, নৌকা দিয়ে নদী পারাপারে আমাদের খুব ভোগান্তি পোহাতে হতো। সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এর আন্তরিক প্রচেষ্টায় আমাদের চলার পথ সুগম হতে চলেছে।আমরা লিপটন ভাই এর প্রতি কৃতজ্ঞ। দুপারের মানুষ তাকে আজীবন স্মরণ করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com