সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে কালিদাস পাহালিয়া নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন করা হয়। ৯ নভেম্বর মঙ্গলবার সকালে ঢালাই কাজের উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা প্রকৌশলী মনির হোসেন খাঁন, প্রকল্প কনসালটেন্ট জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, ঠিকাদার মোঃ ফজলুল হক বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি হকসাব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর আগে ৮ নভেম্বর সোমবার বিকালে ব্রীজ নির্মাণের সক্ষমতার মান যাচাই এবং সার্বিক প্রস্তুতি উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন ফেনী জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ হাসান আলী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার ব্রীজটি নির্মিত হচ্ছে। নবাবপুর ও ফরহাদনগর এর কালিদাস পাহালিয়া নদীর অংশে জনসাধারণ নৌকা চড়ে নদী পারাপারের দূর্ভোগের কথা চিন্তা করে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের প্রচেষ্টায় ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। নবাবপুর কালিদাস পাহালিয়া ব্রীজের মাধ্যমে বহু দিনের যাতায়াতের কষ্ট লাগব হবে। দুপারের মানুষের মাঝে সৃষ্টি হবে আন্তরিক সেতুবন্ধন। উন্নত হবে নদী পারের মানুষের জীবন যাত্রামান। ব্যবসায় বানিজ্যের পথ সুগম হবে। নদী পাড়ের মানুষের সাথে কথা বলে জানাযায়, নৌকা দিয়ে নদী পারাপারে আমাদের খুব ভোগান্তি পোহাতে হতো। সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এর আন্তরিক প্রচেষ্টায় আমাদের চলার পথ সুগম হতে চলেছে।আমরা লিপটন ভাই এর প্রতি কৃতজ্ঞ। দুপারের মানুষ তাকে আজীবন স্মরণ করবে।