৪০০ ফুট সাঁকো রাস্তায় রুপান্তর করবেন মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। চরমজলিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঈদগাঁ সংলগ্ন জেলেপাড়া জয়মঙ্গল জেলে বাড়ীর প্রায় ৪০০ফুট দীর্ঘ বাঁশের সাঁকো ফেনী -৩ আসনের সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর দৃষ্টিখোচর হলে তিনি তৎক্ষনিক পিআরও ওমর ফারুক কে সাঁকো টি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। নির্দেশনা মোতাবেক ১০ নভেম্বর বুধবার সকালে সরেজমিনে পরিদর্শন করলেন সাংসদ মাসুদ চৌধুরীর পিআরও ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন চরমজলিশপুর ইউনিয়ন জাতীয় পাটি সভাপতি সাংবাদিক এম এ তাহের, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন সহ জেলে পাড়ার জনসাধারণ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশনামতে পিআরও ওমর ফারুক জেলেপাড়ার সাঁকোটি দেখেন এবং ওই বাড়ীর নারী পুরুষ সহ বাড়ীর অন্যান্য লোকজনের সাথে কথা বলেন এবং এমপি মহোদয়ের পক্ষ থেকে কৌশল বিনিময় করেন। জেলে পাড়ার মানুষের যাতায়াতে কষ্ট লাগবে সাঁকোর স্থলে রাস্তা নির্মাণের জন্য সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীকে সরেজমিনে দেখা বাস্তব চিত্রটি এমপি মহোদয়কে অবহিত করবেন এবং রাস্তা নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করবেন বলে জেলে পাড়ার মানুষদেরকে আশ্বাস প্রদান করেন।