বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
বোরহানউদ্দিনে বিডি ক্লিনের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধন নীলফামারীর ডোমারে ওলামা দলের মতবিনিময় সভা অ্যাডভোকেট হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন নড়াইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন নিলাম ডাকে সিন্ডিকেটের কবলে রৌমারী কাস্টমস মঠবাড়িয়ায় টাকা আত্মসাতের অভিযোগ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রামে টিকে থাকার লড়াই গলাচিপায় শহিদ সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান খানের স্মরণসভা এবং খুনিদের বিচার দাবী

আগামীকাল হাকিমপুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

আগামীকাল অনুষ্ঠিত হতে হচ্ছে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। আগামীকাল শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। নির্বাচন উপলক্ষে হাকিমপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া, ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয়ী হওয়ার জন্য ভোট ও দোয়া চাওয়ার মধ্য দিয়ে দিন পার করছেন। হাকিমপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদে মোট পদের সংখ্যা ১৩টি। ক্লাবের ৪টি গুরুত্বপূর্ণ পদে লড়াই করছেন ৯ জন প্রার্থী। বাঁকী ৯ টি পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ৪টি পদে প্রতিদ্বন্দীরা হলেন, বৈশাখী টিভির, কালের কণ্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও এনটিভি, ইত্তেফাক পত্রিকার হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি পদে। সহ সভাপতি পদে সিরাজুল ইসলাম ও এটিএম রবিউল ইসলাম সুইট। সাধারণ সম্পাদক পদে জিটিভির হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু ও বাংলাভিশন টিভি হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, রাইজিংবিডি’র দিনাজপুর জেলা ও দৈনিক খবর পত্রিকার হিলি প্রতিনিধি মোসলেম উদ্দিন, ডিবিসি নিউজ চ্যানেলের হিলি প্রতিনিধি মাসুদুল হক রুবেল ও তাছির উদ্দিন। ৯টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হয়েছেন, সময় টিভির হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবকণ্ঠ পত্রিকার মুসা মিয়া, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে এইচ এম আওলাদ মন্ডল, ধর্ম, সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক পদে আলম হোসেন অলি ও কার্যনির্বাহী পদে ৩জন হলেন, অজয় কুমার মানী, কুদ্দুস আলী খান ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম। প্রেসক্লাবে নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল হক টুকু। আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে, মোট সংখ্যা ৩৯ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com