শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

হিলিতে ঝড়ছে বৃষ্টির মতো কুয়াশা, বইছে ঠান্ডা বাতাস

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

দিনাজপুরের হিলিতে দুইদিন থেকে ঝড়ছে বৃষ্টির মতো ঘন কুয়াশা, বইছে ঠান্ডা বাতাস। হঠাৎ করে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও ঠান্ডা। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সকল যানবাহন। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে গাড়ি চলাচ্ছে চালকেরা। আবার তীব্র শীতে গরম কাপড় পরিধান করেছে সবাই। সকালে হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বচ্ছ তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস, জানিয়েছে হাকিমপুর কৃষি আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৪ নভেম্বর) সকালে হিলির বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় বৃষ্টির মতো ঝড়ছে ঘন কুয়াশা। কুয়াশার পানিতে রাস্তাগুলো ভিজে গেছে, দেখে মনে হচ্ছে রিমঝিম বৃষ্টি পড়ছে। আবার তীব্র শীত আর ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোবে জড়োসড়ো হয়ে চলাচল করছে পথচারীরা। এদিকে হিলি থেকে জয়পুরহাট, ঘোড়াঘাট ও দিনাজপুর সড়কে দেখা গেছে, বাস, ট্রাক, কার-প্রাইভেটকার, চার্জার ভ্যান-রিকশা, ও ঢাকাগামী সকল গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশা আর শীতের প্রভাবে গাড়িগুলো ধীরগতিতে চলছে। ভোর থেকে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সকাল থেকে সুর্যের মুখ দেখা যায়নি। এদিকে হঠাৎ শীত ও কুয়াশা পড়ায় বিপাকে পড়ে সকল প্রকার যানবাহনের চালক সহ যাত্রীরা। চার্জার চালিত ভ্যান-রিকশা চালক ও বসে থাকা যাত্রী সহ পথচারীদের প্রচ- হাড় কাঁপানো শীতে কাঁপতে দেখা যায়। শীতের প্রভাবে তারা মোটা গরম কাপড় পরিধান করেছে। আবার দুর্ভোগে পড়তে দেখা গেছে পথচারী সহ সাধারণ ব্যবসাদের। হিলি মহিলা কলেজে ভ্যান চালক রবিউল ইসলাম বলেন, বছরে আজ প্রথম কুয়াশা আর শীত চোখে পড়ল। কুয়াশা আছে, তবে শীত আর ঠান্ডা বেশি। গরম কাপড়েও ঠেক মানছে না। জয়পুরহাট থেকে আসা সিএনজি চালক তোফাজ্জল হোসেন বলেন, শীত যেমন-তেমন, কিন্তু কুয়াশা অনেক বেশি। কুয়াশার কারণে গাড়ি নিয়ে আসতে অনেক সমস্যা হয়েছে। খুব ভয়ে গাড়ি চালিয়ে আসলাম। ঢাকা থেকে আসা ট্রাকচালক ফিরোজ কবির বলেন, ঢাকা থেকে আসলাম, রাস্তায় তেমন কোন শীত বা কুয়াশা দেখিনি। হিলির কাছাকাছি আসার পর শীত আর ঘন কুয়াশার কবলে পড়েছি। অনেক সময় হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। কুয়াশার কারণে একটু দুরে কিছু দেখতে পাচ্ছি না। হাকিমপুর উপজেলার কৃষি অফিসার ড. মোছাঃ মমতাজ সুলতানা বলেন, সকালে কৃষি আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো প্রায় ১৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বচ্ছ তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস। গতকাল থেকে আজ তাপমাত্রা কমেছে, গতকাল তাপমাত্রা ছিলে সর্বনিম্ন ১৬ ডিগ্রী সেলসিয়াস ও সর্বচ্ছ ২৫ ডিগ্রী সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com