রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

এবার দেশের নামের বানানই ভুল করল বিসিবি!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি শুরুর সময় সকাল ১০টার জায়গায় লেখা হয়েছিল রাত ১০টা। এবার অফিসিয়াল খেলোয়াড় তালিকাতেও দেখা মিলল বানান ভুলের। বাংলাদেশের খেলোয়াড় তালিকায় খোদ দেশের নামের বানানই ভুল করেছে বিসিবি। গতকাল শুক্রবার চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের কাছে অফিসিয়াল খেলোয়াড় তালিকা পাঠায় বিসিবি। তাতে ইভেন্টের ঘরে লেখা পাকিস্তান বানান ঠিক থাকলেও ভুল হয় বাংলাদেশ বানান। বাংলাদেশের ইংরেজি বানানে ‘হ’ এর পরিবর্তে লেখা ছিল ‘স’। তাতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় ‘বামগলাদেশ’!
আগের দিন পাওয়া যায় টিকেটে ছাপার গোলমাল। টিকেটে ম্যাচ শুরুর সময়ে ১০অগ-এর জায়গায় ভুল করে ছাপা হয়েছে ১০চগ! তাতেই বেঁধেছে গোলমাল, তৈরি হয়েছে হাস্যরসের। বিসিবির নজরে আনা হলে তারা জানিয়েছে, টিকেট ছাপা করতে গিয়ে ভুলবশত এএম এর জায়গায় পিএম চলে এসেছে।
এদিকে টিকেটের ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের সমালোচনার মুখে পড়ে বিসিবি। এরপর খেলোয়াড় তালিকাতেও মিলল টাইপিংয়ের গোলমাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com