বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ অনুষ্ঠিত

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২৩) অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যুগান্তর পত্রিকার সাব-এডিটর এম এম সালাউদ্দিন, তিনি পেয়েছেন (২০ ভোট)। তার প্রতিদ্বন্ধী ছিলেন ফজলে রাব্বি সোহেল। তিনি বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন। তিনি পেয়েছেন ১২টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানব জমিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আবু বকর সিদ্দিক। তিনি পেয়েছেন ১৮ ভোট। তিনি ইউসুফ আলীকে পরাজিত করেন। তিনি পেয়েছেন ১৪ ভোট। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোক্তার হোসেন মোল্লা (১৮ ভোট)। তার প্রতিদ্বন্ধী আনিছুর রহমান পেয়েছেন ১৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকতার হাবিব বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ নিবাচিত হয়েছেন আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন (১৮ ভোট)। তার মাশিউর রহমান পেয়েছেন ১৪ ভোট। সাংবাদিক কল্যান সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমন(১৮ ভোট)। তার প্রতিদ্বনিদ্ব মাজহারুল ইসলাম পেয়েছেন ১৪ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেসটিনি পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি খায়রুল আলম খোকন (১৮ ভোট)। তার প্রতিদ্বন্ধী দীপন সরকার পেয়েছেন ১৪ ভোট। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্ত খবর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আনোয়ার হোসেন (১৮ ভোট)। তার প্রতিদ্বন্ধী হীরালাল বাদশা পেয়েছেন ১৪ ভোট। সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন খবরপত্র পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মাসুম মাহমুদ(১৮ ভোট)। তার প্রতিদ্বন্ধী আবুল বাশার পেয়েছেন ১৪ ভোট। সদস্য নির্বাচিত হয়েছেন মনির হোসেন (১৭ ভোট)। তার প্রতিদ্বন্ধী কবির হোসেন পেয়েছেন ১৫ ভোট। রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সামসুল আলম তুহিন পেয়েছেন (১৬ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্ধী নাসির উদ্দিন পেয়েছেন ১৪ ভোট। অত্র কমিটি আগামী ২০২২-২৩ দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সোনারগাঁও প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২৩ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয় শনিবার। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। সোনারগাঁও প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১১টি পদে সর্বমোট ২২ জন প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনের দুটি প্যানেল অংশ নেয়। নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়ীত্ব পালন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা ফিরোজ হোসাইন, একে এম মাহফুজুর রহমান ও সাইফুল ইসলাম রিপন(সমন্বয় কারী)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com