রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

কাশিয়ানী মুক্ত দিবস পালিত

তাইজুল ইসলাম টিটন কাশিয়ানী (গোপালগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

নানা কর্মসূচীর মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে ভাটিয়াপাড়া সম্মুখ সমরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। পরে সেখানে শহীদদের আত্মার শান্তি কামনায় ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে রেলওয়ে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষি অফিসার কৃষিবিদ সনজ্য় কুমার কুন্ডু, সমাজসেবা অফিসার এমএম ওয়াহিদুজ্জামান, হিসাবরক্ষন অফিসার মোঃ বদরুজ্জামান, সমবায় অফিসার আব্দুর রহমান, পরিসংখ্যান অফিসার খান মোঃ ওসমান গনি। ইউএনও রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বদরদ্দোজা বদর, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মিয়া, ওসি মোহাম্মদ মসুদ রায়হান, মুক্তিযোদ্ধা শাহ শওকত, মুক্তিযোদ্ধা মোঃ আবজাল হোসেন,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান খান প্রমুখ। উল্লেখ্য, সারাদেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা। সে সময়েও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় পাকিস্তানী পাক হানাদার বাহিনীরা যুদ্ধ করে যাচ্ছিল। ১৯৭১ সালের এইদিনে পাকবাহিনীর দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে। এই পতনের মধ্যদিয়ে হানাদার মুক্ত হয় কাশিয়ানীসহ গোটা গোপালগঞ্জ অঞ্চল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com